Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

* এ কাযালয় থেকে আপনি যে সব সেবা ও সহযোগিতা পাবেন

 

১) প্রাথমিক সমিতি /দল /পুরুষ/ মহিলা গঠন ঋণ গ্রহনের পরামশ প্রদান ও এ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ফরম সরবরাহ ।

২) সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পুজি গঠন ।

৩) সমিতির সদ্যসগনকে সহজ শতে কৃষি উৎপাদন ও কৃষি উপকরনের জন্য ( সার, বীজ, কীটনাশক এবং সেচ যন্ত্রপাতি ঋল প্রদান ।

৪) সমন্বিত দারিদ্র বিমোচন কমসূচী  সদাবিক পল্লী প্রগতি প্রকল্প ( প প্র প) ।

৫)আনুষ্টানিক সদ্যসদের নিবন্ধনের পরপরই এবং অনানুষ্টানিক দল গঠনের ৮ (আট) সপ্তাহ পর সদ্যসদের ঋণ প্রদান করা  হয় ।

৬) সমবায়ীদের উৎপাদিত শস্যের বাজারজাত করনের সুযোগ সৃষ্টি এবং ন্যায মূল্য প্রাপ্তিতে সহায়তা ।

৭) নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সচেতন বৃদ্ধি নারী নিযাতন রোধ ও যৌতুক প্রথা নিমুলে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা ।

৮) সদ্যসদের বয়স্ক শিক্ষা , স্বাস্থ্য , পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামশ ও সেবা ।

৯) বৃক্ষ রোপন ও স্যানিটেশন সম্পকে সচেতনতা বৃদ্ধি পরামশ ও  সহযোগিতা ।

১০) অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্ন-কমসংস্থান সৃষ্টি ।

১১) উপজেলায় বসবাসরত যে কোন ব্যক্তিকে সেবা সংক্রান্ত তথ্য প্রদানে এ অফিস প্রতিশ্রূতিবদ্ব ।

১২) এ অফিসের কোন কমকতা / কমচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে উপজেলা পল্লী  উন্নয়ন কমকতা নিকট উথাপন করা হলে তার প্রতিকার করা হবে ।

১৩) ঋণবাবত মঞ্জুরীকৃত সমুদয় টাকা বুঝে নিন । সমুদয় টাকা বুঝে না পেয়ে ঋণ বিতরনের সনদে স্বাক্ষর করবেন না ।

   আজই আপনার উপজেলা পল্লী উন্নয়ন কমকতার সাথে যোগাযোগ করে আপনার অথনৈতিক ও সামাজিক অবস্থার পরিবতনের সুযোগ নিন ।

                                       বি আর ডি বি

                            আপনাদের সেবায় নিয়োজিত ।